
মঙ্গলবার ০৬ মে ২০২৫
রিয়া পাত্র
উদ্যোগ নিয়েছিলেন হরিশ ভাট, বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনার মাধ্যমে টাটা গ্রুপের সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরেন দুই মলাটের মধ্যে। যে কাহিনীগুলি বারবার অনুপ্রাণিত করেছে বিভিন্ন বয়সের মানুষকে। নাম দেন "টাটা স্টোরিস"। এবার সেই "টাটা স্টোরিস"-এর বাংলা ভাষান্তর করলেন শ্রীমল্লিকায়ন। পত্রভারতী থেকে প্রকাশিত হল তাঁর এই বই। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ ভাট, শ্রী মল্লিকায়ন, সঞ্জীব মহারাজ, ত্রিদিব চট্টোপাধ্যায় সুপ্রকাশ মুখোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা। শ্রীমল্লিকায়ন জানান, কেন তিনি এই বইয়ের ভাষান্তর করতে চাইলেন। বইয়ের কাহিনী পরতে পরতে যে তাঁকে অবাক, অনুপ্রাণিত করেছিল তার উল্লেখ করেন। দেশবাসীর জন্য টাটা সন্স দীর্ঘকাল ধরে একের পর এক যেসব গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নিয়েছে, তাঁর উল্লেখ উঠে আসে তাঁর বক্তব্যে। তিনি বলেন, হরিশ ভাটের "টাটা স্টোরিস" পড়ে তিনি উপলব্ধি করেন, "বই পড়ে পেয়েছি একটা ঝিনুক, যাতে একটা নয়, অনেকগুলি মুক্তো আছে।" হরিশ ভাট বলেন তিনি কেন এই বই লিখেছিলেন। তাঁর মতে, উদ্দেশ্য ছিল, "সমস্ত বয়সের সকল ভারতবাসীকে অনুপ্রাণিত করা, দেশের জন্য,সমাজের জন্য কিছু করার জন্য।" তিনি আরও বলেন, এই বইয়ে থাকা গল্পগুলি কেবল টাটা গ্রুপের নয়, এগুলি সমস্ত ভারতবাসীর। এই গল্পগুলিতে রয়েছে, কীভাবে ভারতের শিল্পের বিকাশ ঘটেছে। যাঁরা শিল্পের সূচনা করেছেন, তাঁদের ত্যাগ, স্বপ্ন, আকাঙ্খার কথা রয়েছে। এই স্বপ্ন আমাদের সকলের মধ্যে রয়েছে। শুধু ইতিহাস হিসেবে নয়, এগুলি পড়তে হবে অনুপ্রাণিত হওয়ার জন্য। "
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪